ইউরোপীয় ইউনিভার্সিটিতে আবেদনের সময়
Last updated on June 3rd, 2020 at 08:01 pm
বিদেশে পড়াশোনা করতে চাইলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। সবগুলো ধাপের মধ্যে সবচেয়ে মৌলিক ও প্রথম ধাপ হল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। কিন্তু অ্যাপ্লাই তো আর নিজের মনগড়া মত যখন ইচ্ছা তখন করা যায় না। প্রতিটি ইউনিভার্সিটি/প্রোগ্রাম/কোর্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে। এখানে কোন মাসে কোন দেশে অ্যাপ্লাই করা যায় সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হল। চলুন তাহলে এক নজরে দেখে নেই কোন কোন মাসে কোন কোন দেশে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।
বামপাশে মাসের নাম ও ডানপাশে দেশের নাম উল্লেখ করা হল।
জানুয়ারীঃ ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লুক্সেম্বুরগ, সুইডেন
ফেব্রুয়ারীঃ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, লুক্সেম্বুরগ, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া
মার্চঃ ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, সুইডেন
এপ্রিলঃ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ইতালি, নরওয়ে, সুইডেন
মেঃ আয়ারল্যান্ড, ইতালি
জুনঃ আইসল্যান্ড, স্পেন
জুলাইঃ জার্মানি, গ্রিস, লুক্সেম্বুরগ
আগস্টঃ গ্রিস, লুক্সেম্বুরগ, স্লোভেনিয়া, সুইডেন
সেপ্টেম্বরঃ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, লুক্সেম্বুরগ, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, স্পেন
অক্টোবরঃ সুইডেন
নভেম্বরঃ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি
ডিসেম্বরঃ স্পেন
এখানে উল্লিখিত সময়গুলো বেশিরভাগ ইউনিভার্সিটির আবেদনের সময়সীমার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তবে এর ব্যতিক্রম থাকতে পারে। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ডেডলাইন অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন।
ধন্যবাদ।
লেখকঃ মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022