ঢাকা বিমানবন্দরে কাস্টমস ট্যাক্স এর হিসাব-নিকাশ
Last updated on August 11th, 2023 at 02:30 pm
প্রয়োজনীয়
• মোবাইলঃ
২টি শুল্কমুক্ত। আরও ৩টি শুল্কযুক্ত (প্রায় ৩৫%)। মোট ৫টির বেশি হলে BTRC’র ছাড়পত্র লাগবে।
• ল্যাপটপঃ
১টি শুল্কমুক্ত। আরও ১টি শুল্কযুক্ত (প্রায় ২০%)। মোট ২টির বেশি হলে CCI&E’র ছাড়পত্র লাগবে।
• কম্পিউটার মনিটরঃ
১টি ১৯” পর্যন্ত শুল্কমুক্ত। ২০”-২২” হলে প্রায় ৫০%, ২৩” বা তার বেশি হলে প্রায় ৭০% শুল্ক।
• টেলিভিশনঃ
২৯” পর্যন্ত শুল্কমুক্ত। ৩০”-৩৬” হলে ১০,০০০ টাকা, ৩৭”-৪২” হলে ২০,০০০ টাকা, ৪৩”-৪৬” হলে ৩০,০০০ টাকা, ৪৭”-৫২” হলে ৫০,০০০ টাকা, ৫৩”-৬৫” হলে ৭০,০০০ টাকা, ৬৬” অথবা এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক। আপডেট- জুলাই ২০১৭ঃ
অতি প্রয়োজনীয়
• শাড়ী/বস্ত্রাদি/কসমেটিকসঃ
ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত। আরও কয়েকটি শুল্কযুক্ত (প্রায় ১৬০%)। এর বেশি হলে CCI&E’র ছাড়পত্র লাগবে।
• ওষুধঃ
প্রেসক্রিপশন দেখিয়ে পরিমিত পরিমাণ। বাণিজ্যিক পরিমান বিবেচিত হলে DGDA’র ছাড়পত্র লাগবে।
অপ্রয়োজনীয়
• স্বর্ণালংকার :
১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCI&E’র ছাড়পত্র লাগবে। চোরাচালান মনে হলে জেলে যাবেন।
• স্বর্ণবার/বিস্কুট :
শুল্কযুক্ত। প্রতি ১১.৬৭ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বা চোরাচালান মনে হলে ঐ বা ঐ ….
টাকা-পয়সা B)
পরিচ্ছন্নতা বজায় রাখুন, টাকা পয়সা হাতের ময়লা.. তাই ময়লা আনা বর্জন করুন। ইয়ে মানে, দেখলাম আসলেই পড়তেছেন কিনা
বাংলাদেশী মুদ্রা ৫০০০, বৈদেশিক মুদ্রা যত খুশি তত। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে।
বদ অভ্যাস
• সিগারেটঃ
মাত্র ১ কার্টন তথা ২০০ শলাকা।
• হার্ড ড্রিংকসঃ
কেবল বিদেশী পাসপোর্টধারী হলে ১ লিটার।
লেখকঃ মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022