IELTSউচ্চশিক্ষাভাষা

IELTS এর খুঁটিনাটি ও কিছু বই

Last updated on June 30th, 2020 at 05:55 am

IELTS কি ?

IELTS এর পূর্ণরূপ হচ্ছে International English Language Testing System । এই পরিক্ষা সাধারণত ফরেইন ইউনিভার্সিটি তে ভর্তি/স্কলারশিপ, কোন নির্দিষ্ট জব যেমন মেডিকেল প্রফেশন এবং ইংলিশ স্পিকিং কোন দেশে স্থানান্তরিত হতে চাইলে দরকার হয়। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তারা যদি উচ্চশিক্ষা বা ইংলিশ স্পিকিং দেশে মাইগ্রেশন করতে চায় তখন এই পরীক্ষাটা দিতে হয়। IELTS সাধারণত ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরিক্ষা। এর সর্বোচ্চ মান ৯ এবং সর্বনিম্ন মান ১। পরীক্ষাটা ৪ টি মডিউলে হয়ে থাকে। এগুলো হচ্ছে Listening, Speaking, Reading and Writing । প্রতিটি মডিউলের মানের স্কেল ১ থেকে ৯ পর্যন্ত। এই পরিক্ষায় কোন পাশ বা ফেইল বলে কোন কথা নেই।
IELTS পরিক্ষার ২ টি ক্যাটাগরি রয়েছে। একটি একাডেমিক টেস্ট (AT)এবং অপরটি জেনারেল টেস্ট (GT)
১। একাডেমিক টেস্ট ( AT )
সাধারণত ইউনিভার্সিটি তে ভর্তি অথবা স্কলারশিপের জন্য, কোন নির্দিষ্ট প্রফেশন যেমন মেডিকেল প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে IELTS Academic Test দিতে হয়।
২। জেনারেল টেস্ট ( GT )
সাধারণত ইংলিশ স্পিকিং কোন দেশে মাইগ্রেট করতে চাইলে IELTS General Test দিতে হয়।




গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ সূত্রে জানা যায়, ১৪ লাখের বেশি শিক্ষার্থী ও পেশাজীবী উচ্চশিক্ষা ও চাকরির লক্ষ্যে প্রতিবছর আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস ডাইরেক্টর পিটার এশটন জানান, উচ্চশিক্ষা ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ অনেক দেশে ইমিগ্রেশনের ক্ষেত্রে আইইএলটিএস স্কোর থাকা বাধ্যতামূলক। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে টোফেলের চেয়ে অনেক এগিয়ে আইইএলটিএস।

পরীক্ষা পরিচালনা

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি অস্ট্রেলিয়া যৌথভাবে পরিচালনা করে আইইএলটিএস পরীক্ষা। এ পরীক্ষায় নীতি নির্ধারক কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হলেও বিশ্বব্যাপরী পরীক্ষা পরিচালনা ও শিক্ষার্থীদের কাছে তথ্য পৌছে দেওয়ার মূল ভূমিকা পালন করছে বিট্রিশ কাউন্সিল ও আইডিপি অস্ট্রেলিয়া। সারা বিশ্বে একই প্রশ্নপত্র ও অভিন্ন নিয়মে পরিচালিত হয়।

পরিক্ষার ধরণ

IELTS সাধারণত ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরিক্ষা। এর সর্বোচ্চ মান ৯ এবং সর্বনিম্ন মান ১। পরীক্ষাটা ৪ টি মডিউলে হয়ে থাকে। এগুলো হচ্ছে Listening, Speaking, Reading and Writing । প্রতিটি মডিউলের মানের স্কেল ১ থেকে ৯। এই পরিক্ষায় কোন পাশ বা ফেইল বলে কোন কথা নেই।
**Listening, Speaking and Reading এর পরিক্ষার ধরণ IELTS Academic Test এবং IELTS General Test দুইটাতে প্রায় একই। 

Listening Module

এই মডিউলে সাধারণত ৪ টি সেকশন থাকে। যেখানে ৪০ টির মত প্রশ্ন থাকে। এর জন্য সময় পাবেন ৩০ মিনিটের মত। AT এবং GT উভয় পরীক্ষায়ই একই ধরণের।

Speaking Module

এই মডিউলে সাধারণত ৩ টি পার্টে আপনাকে পরীক্ষকের সাথে ১১ থেকে ১৫ মিনিট ইংরেজিতে কথা বলতে হবে। AT এবং GT উভয় পরীক্ষায়ই একই ধরণের।

Reading Module

এই মডিউলে সাধারণত ৩ টি সেকশন থাকে। যেখানে ৪০ টির মত প্রশ্ন থাকে। এর জন্য সময় পাবেন ৬০ মিনিটের মত। AT এবং GT উভয় পরীক্ষায়ই প্রায় একই ধরণের। শুধুমাত্র টেক্সট ভিন্ন রকমের হতে পারে।

Writing Module

  • একাডেমিক টেস্টঃ
সময়ঃ ৬০ মিনিট
টাস্ক ১ঃ গ্রাফ, চার্ট, ম্যাপ, প্রসেস ইত্যাদির উপর প্রতিবেদন লিখা।
টাস্ক ২ঃ রচনা
  • জেনারেল টেস্টঃ
সময়ঃ ৬০ মিনিট
টাস্ক ১ঃ যেকোনো বিষয়ের উপর চিঠি লিখা।
টাস্ক ২ঃ রচনা

পরিক্ষার ফিঃ

IELTS পরিক্ষার ফি ১৬০০০ – ১৭০০০ টাকার মত। সাম্প্রতিকতম তথ্য জানতে British Council Dhaka or IDP Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

স্কোর বণ্টনের পদ্ধতিঃ




IELTS প্রস্তুতিতে কিছু গুরুত্বপূর্ণ বইঃ

  • Cambridge IELTS 13
  • Cambridge IELTS 12
  • Cambridge IELTS 11
  • Cambridge IELTS 10
  • Cambridge IELTS 9
  • Cambridge IELTS 8
  • Cambridge IELTS 7
  • Cambridge IELTS 6
  • Cambridge IELTS 5
  • Cambridge IELTS 4
  • Cambridge IELTS 3
  • Cambridge IELTS 2
  • Cambridge IELTS
  • The Official Cambridge Guide to IELTS (৩৯৮ পৃষ্ঠার একটি জনপ্রিয় গাইড বই বা ক্যামব্রিজ অফিসিয়াল প্রিপারেশন ম্যাটারিয়াল )
  • Cambridge Vocabulary for IELTS with answers ( Cambridge University Press)
  • Insight into IELTS (১৯৪ পৃষ্ঠার একটি ভালো বই)
  • Practical English Usage by Michael Swan
  • TOEFL by Cliffs
  • Common Mistakes in English (English version)
** এছাড়া অনুশীলনের জন্য আমাদের IELTS Online Portal ফাইল থেকে অনুশীলন করতে পারেন।
উল্লেখ্য, IELTS Test Report Form (TRF)/IELTS Certificate এর মেয়াদ ২ বছর পর্যন্ত থাকে।
পরামর্শঃ IELTS মূলত একটা টেকনিক্যাল পরিক্ষা। একটু বুদ্ধি খাটিয়ে, টেকনিক অনুসারে প্রস্তুতি নিলে IELTS এ ভাল স্কোর উঠানো তেমন কঠিন না। এর জন্য দরকার আত্মবিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায়।
সবার জন্য শুভ কামনা। আপনাদের জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশায় আজকের মত এখানেই সমাপ্তি।
আংশিক সংকলিত ও পরিমার্জিত
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =

Upcoming Events