ধাপে ধাপে লাতভিয়াতে উচ্চশিক্ষা
Last updated on June 3rd, 2020 at 08:02 pm
দেশ পরিচিতি (সংক্ষেপে)
লাতভিয়া উত্তর ইউরোপে অবস্থিত সেনজেনভুক্ত একটি দেশ। এর চারপাশের দেশগুলো হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, রাশিয়া এবং বেলারুশ। দেশটির রাজধানীর নাম রিগা। লাতভিয়ার আয়তন ৬৪,৫৮৯ বর্গ কিঃমিঃ এবং লোকসংখ্যা ১৯৭৩,৭০০। দেশের অফিসিয়াল ভাষা লাতভিয়ান এবং মুদ্রার নাম ইউরো ।
শিক্ষার মান
লাতভিয়ার শিক্ষার মান ভাল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
কয়েকটি লাতভিয়ান টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি হচ্ছেঃ
- University of Latvia, website: http://www.lu.lv/eng/
- Riga Technical University, website: http://www.rtu.lv/en/
ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত তথ্য
ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতাঃ
কমপক্ষে এইচ.এস.সি পাশ থাকতে হবে। একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকা ভাল। যদি ইংলিশ মিডিয়াম এ পড়তে চান তাহলে IELTS কমপক্ষে 6 বা TOEFL 500 বা IBT 90 থাকা ভাল। যোগ্যতা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে।
টিউশন ফিঃ
প্রতি বছরে –
মেডিকেল সায়েন্সেসঃ ৮০০০ – ১৫০০০ ইউরো
বিজনেস ও ম্যানেজমেন্টঃ ২০০০ – ৬০০০ ইউরো
প্রকৌশল ও প্রযুক্তিঃ ১৫০০ – ৪০০০ ইউরো
গণিত ও ইনফরমেটিক্সঃ ১৫০০ – ৪০০০ ইউরো
ভর্তি সংক্রান্ত তথ্যঃ
স্টেপ – ১ঃ
আপনাকে অনলাইনে অথবা অফলাইনে আবেদন করতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিন।
অ্যাপ্লিকেশান ফিঃ ১০০ – ২০০ ইউরো (রিফান্ডেবল নয়)
ইউনিভার্সিটিতে আবেদনের জন্য যা যা লাগবেঃ
- অনলাইন / অফলাইন অ্যাপ্লিকেশান ফরম
- এস.এস.সি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট ( যদি লাগে )
- এইচ.এস.সি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট ( ব্যাচেলর এর জন্য )
- ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট ( মাস্টার্স এর জন্য জন্য )
- IELTS/TOEFL সার্টিফিকেট
- সিভি
- মোটিভেশন লেটার ( যদি লাগে )
- রিকমেন্ডেশন লেটার ( যদি লাগে )
- পাসপোর্ট কপি
- ১ কপি ফটো
- অ্যাপ্লিকেশান ফি
বিঃদ্রঃ সকল একাডেমিক ডকুমেন্টস নোটারাইজড ও ইংরেজিতে হতে হবে। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বিভিন্ন রকম হয়। তাই প্রথমে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট / ইমেইল করে জেনে নিবেন।
স্টেপ – ২ঃ
অ্যাপ্লিকেশান করার ১ – ১.৫ মাসের মধ্যে ইউনিভার্সিটি আপনাকে নোটিফিকেশান ( অনেকটা কন্ডিশনাল অফার লেটারের মত ) পাঠাবে। যদি পজেটিভ হয়, তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে ( স্কাইপ ইন্টার্ভিউ বা অনলাইন এক্সাম )। আপনি উক্ত পরীক্ষায় নির্বাচিত হলে ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অফার লেটার ইস্যু করবে। তারপর আপনাকে তারা একটা এগ্রিমেন্ট পেপার দিবে সেখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং ১ বছরেরে বা ১ সেমিস্টারের টিউশন ফি প্রদান করতে হবে।
লাতভিয়াতে ডকুমেন্টস লিগেলাইজড করতে হয়। কোথায় ও কিভাবে লিগেলাইজড করবেন সেটা আপনার ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে।
ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য
প্রথমেই বলে নেই, বাংলাদেশে এমব্যাসি না থাকায় আপনাকে ভিসার জন্য ভারতের দিল্লীতে যেতে হবে।
আপনি ভিসার জন্য ২ ভাবে অ্যাপ্লাই করতে পারবেন, একটি নিজে এমব্যাসিতে গিয়ে অপরটি ইন্টারন্যাশনাল কো – অরডিনেটর ( ইউনিভার্সিটি ) এর মাধ্যমে।
ভিসা বা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশান প্রসেসিং সম্পর্কে জানতে এই লিঙ্কে যানঃ http://www.mfa.gov.lv/en/newdelhi/visas
এমব্যাসিতে যা যা লাগবেঃ
- কমপ্লিট রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশান ফরম; এখানে দেখুনঃ http://www.pmlp.gov.lv/en/home/services/residence-permits/applications.html
- পাসপোর্ট কপি
- জন্ম নিবন্ধন ( জন্ম তারিখ ও স্থান সহ )
- একুমোডেশন / রেন্টাল এগ্রিমেন্ট পেপার
- IELTS সার্টিফিকেট
- অফার লেটার
- ১ কপি ফটো ( সাইজ ইউনিভার্সিটি বলে দিবে )
- সকল লিগেলাইজড ডকুমেন্টস
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- এক্সরে পরীক্ষার প্রমাণ ( লাতভিয়াতে যাওয়ার পর )
- ব্যাংক সলভেন্সি ( প্রতি বছরে কমপক্ষে ৫৩০০ ডলার কভারেজ হতে হবে )
- স্পন্সর ডকুমেন্টস
- সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট ( ৬ মাস )
- স্টুডেন্ট এগ্রিমেন্ট পেপার
- হেলথ ইন্স্যুরেন্স
বিঃদ্রঃ – সকল ডকুমেন্টস অরিজিনাল সহ নিয়ে যাবেন।
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলোতে যানঃ
Embassy of Latvia, New Delhi, India: – website: http://www.mfa.gov.lv/en/newdelhi
ভিসা প্রসেসিং সময় ৪৫ – ৭০ দিন।
হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে জানুন, এখানেঃ http://www.studyinlatvia.eu/en/living-in-latvia/health-insurance
লিভিং কোস্ট ও পার্ট – টাইম জব
বিদেশি স্টুডেন্ট হিসেবে আপনি সপ্তাহে ২০ ঘণ্টা জব করার অনুমতি পাবেন। লিভিং কোস্ট ৪০০ – ৫০০ ইউরো এর মত লাগে।
নিচে একুমোডেশন এর জন্য কিছু ওয়েবসাইট দেওয়া হলঃ
এপার্টমেন্ট এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপ ( রিগা স্টুডেন্টস এপার্টমেন্ট মার্কেট ) – https://www.facebook.com/groups/216085778535871/
আরও জানুনঃ http://www.studyinlatvia.lv/
এত কষ্ট করে আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করি এবং তথ্য সংগ্রহ করি। তারপরেও যদি আপনারা এজেন্সিতে দৌড়াদৌড়ি করেন, তাহলে আমাদের আর কিছু বলার বা করার নেই।
সবার জন্য শুভ কামনা রইল।
লেখকঃ মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022