জার্মানিতে ব্লক একউন্ট খোলা ও ফান্ড ট্র্যান্সফার
Last updated on March 22nd, 2025 at 11:38 pm
জার্মানিতে স্টুডেন্ট ভিসার পূর্বশর্ত হল ব্লকড একাউন্ট। আপনি বেশকিছু ব্লকড একাউন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন। আমি Expatrio তে আমার ব্লকড একাউন্ট করেছিলাম। তাই এখানে আমি Exptrio নিয়ে আলোচনা করব। আপনাকে ধাপে ধাপে নিম্নোক্ত কাজ গুলা করতে হবে।
- প্রথমে Expatrio ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইট — Expatrio Website
- তারপরে তাদের প্যাকেজগুলো দেখুন।
- তারপরে পছন্দের প্যাকেজটি পছন্দ করে একাউন্ট তৈরি করুন।
একাউন্ট খোলার কিছুদিনের মধ্যেই (সাধারণত ২৪ ঘণ্টা সময় নেয় পাসপোর্ট ভেরিফাই করতে) আপনার একাউন্ট প্রস্তুত হয়ে যাবে।
এবার আপনার কাজ ব্যাংকে যেয়ে ফান্ড ট্র্যান্সফার করা । ফান্ড ট্র্যান্সফার করতে নিম্নোক্ত কাজ গুলা করতে হবে ।
Financial sponsor এর নামে একটা savings account খুলতে হবে। একাউন্ট খুলতে নিম্নোক্ত ডকুমেন্ট গুলা লাগবেঃ
- Sponsor এর পাসপোর্ট সাইজ ছবি ৩ টা।
- NID
- TIN ( যদি থাকে)
- Nominee এর ১ টা পাসপোর্ট সাইজ ছবি।
- Student File খুলতে হবে। স্টুডেন্ট ফাইল খুলতে নিম্নোক্ত ডকুমেন্ট গুলা লাগবেঃ
- Photocopy of all certificates & mark sheets।
- Photocopy of Passport
- Letter of Admission
- Your blocked account and bank account details
- Embassy’s Student Visa requirement list page – mark that line mentioned block a/c requirement. Link: See here.
- One copy passport size photo of the student
- Student File সফল ভাবে খোলা হলে আপনাকে আপনার Financial sponsor এর নামে খোলা ব্যাংক একউন্টে Blocked Amount এর সমপরিমাণ টাকা জমা করতে হবে । টাকা জমা হলে আপনি আপনার পোর্টালে স্ট্যাটাস দেখতে পাবেন। ট্র্যান্সফার এর ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার ভিতর আপনি আপনার Blocked Confirmation Certificate পেয়ে যাবেন ।
- স্টুডেন্ট ফাইল যে কোন সরকারি বা বেসরকারি ব্যাংকে খুলতে পারেন। অনেকের অভিজ্ঞতার আলোকে আমি নিচে কিছু ব্যাংক এর লিস্ট দিচ্ছি যাদের সার্ভিস তুলনামূলকভাবে ভাল লেগেছেঃ
- ইস্টার্ন ব্যাংক
- সিটি ব্যাংক
- কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
টাকা Block করা শেষ। এইবার এমব্যাসিতে ভিসা ইন্টার্ভিউ এর প্রস্তুতি নেন ।
লিখেছেন মেহেদী হাসান এবং আল কাফি খান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022