অন্যান্য প্রস্তুতিউচ্চশিক্ষাভিসা

ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেনিং এর খুঁটিনাটি

Last updated on January 26th, 2022 at 06:38 pm

ইউরোপে পড়াশোনা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশান ফি/টিউশন ফি উক্ত ইউনিভার্সিটিতে পাঠানো এবং হোস্টেল/বাসা ভাড়া পাঠানো । আমাদের মধ্যে অনেকেই এইটা নিয়ে দুশ্চিন্তায় থাকে। অ্যাপ্লিকেশান ফি, টিউশন ফি অথবা হোস্টেল ফি এর টাকা পাঠানোর জন্য স্টুডেন্টসদেরকে কোন ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হয়। তবে সেটা ইন্টারন্যাশনাল হলে ভাল হয় অথবা যেসব ব্যাংক এসব বিষয়ে এক্সপার্ট ঐসব ব্যাংকে করাটাই বুদ্ধিমানের কাজ। অনেকের অভিজ্ঞতার আলোকে আমি কিছু ব্যাংক লিস্ট দিচ্ছি যাদের সেবা ভাল লেগেছেঃ
  • Brac Bank
  • City Bank
  • Eastern Bank
  • Commercial Bank of Ceylon
  • Standard Charterd Bank
স্টুডেন্ট ফাইল ওপেন করতে আপনাকে ব্যাংকে কিছু ডকুমেন্টস দিতে হবে।
আমি নিচে একটা স্যাম্পল দিচ্ছি। কি কি ডকুমেন্টস লাগতে পারে।
স্টুডেন্ট ফাইল ওপেনিং ডকুমেন্ট লিস্টঃ
Bank Account খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। ১ কপি ছবি ( নিজের )
২। জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর ফটোকপি ( নিজের )
৩। একজন নমিনির জাতিয় পরিচয় পত্র এর ফটোকপি
৪। নমিনির নামে বিলের (বিদ্যুৎ, গাস) কপি, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরীজীবী হলে সেলারি সার্টিফিকেট এর ফটোকপি
৫। নমিনির ১ কপি ছবি



Student file খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। এডমিশন লেটার
২। ২ কপি ছবি
৩। সকল সনদপত্র
৪। যেই ব্যাংক এ টাকা পাঠাবেন তার রিফান্ড পলিসি
৫। যেই বিষয় এ পড়বেন টার ব্যাপারে তথ্য, যেমন কত Semester, কত দিন লাগবে পড়তে
৬। এমব্যাসি র ভিসা Requirement পেজ, যেখানে টাকার পরিমান দেয়া আছে
৭। নতুন এবং পুরান পাসপোর্ট এবং তার ফটোকপি
একেক ব্যাংকে একেক ডকুমেন্টস চায়, তাই যে ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন সে ব্যাংকের ওয়েবসাইট অথবা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবেন।
ধন্যবাদ।
মূল লেখকঃ কাফি খান
পরিমার্জনঃ মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Upcoming Events