উচ্চশিক্ষাবেলজিয়াম

ধাপে ধাপে বেলজিয়ামে উচ্চশিক্ষা

Last updated on October 15th, 2024 at 12:22 am

সংক্ষেপে দেশ পরিচিতিঃ

বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি ছোট সেঞ্জেনভুক্ত দেশ। এর রাজধানী ব্রাসেলস, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। দেশটির অফিসিয়াল ভাষা ৩ টি, ফ্রেঞ্চ, ডাচ এবং জার্মান। আয়তন ৩০,৫২৮ বর্গ কিঃমিঃ ও লোকসংখ্যা ১,১২,৫০,৫৮৫ । মুদ্রা ইউরো। এর চারপাশের দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, লুক্সেম্বুরগ, নেদারল্যান্ডস।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ
বেলজিয়ামের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রকৌশল, আইটি, স্বাস্থ্য ও বিজনেসের জন্য দেশটি খুবই ভাল। বেলজিয়ামে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো রেঙ্কিং এ অনেক এগিয়ে। বেলজিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত ডাচ ভাষায় পড়াশোনা করানো হয়। অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়। তাই বেলজিয়ামে উচ্চশিক্ষায় আগ্রহী হলে ডাচ ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে।
বেলজিয়ামের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছেঃ
Katholieke Universiteit Leuven ( KU Leuven )
University of Ghent
Université Catholique de Louvain (UCL)
Vrije Universiteit Brussel (VUB)
Universite Libre de Bruxelles (ULB)



ইউনিভার্সিটিতে আবেদন (যোগ্যতা, সময় ও প্রক্রিয়া )

ইউনিভার্সিটি/কলেজ এ আবেদনের প্রক্রিয়াঃ

বেলজিয়ামে বছরে সাধারণত ১ বার আবেদন করা যায়। সেটা ফেব্রুয়ারী/মার্চের দিকে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রথমেই আপনাকে চেক করতে হবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বেলজিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সমমান হয়েছে কি না। চেক করতে এই লিঙ্কে যানঃ
আপনার প্রোগ্রাম নির্বাচনের জন্য এই লিঙ্কে যানঃ http://www.studyinbelgium.be/en/search-formations (এই লিঙ্কে প্রয়োজনীয় তথ্য যেমন, পড়াশোনার মাধ্যম, প্রোগ্রাম লেভেল, স্টাডি ফিল্ড, প্রোগ্রাম নাম, প্রোগ্রাম টাইপ এবং ইন্সিটিউট টাইপ দিয়ে সার্চ করতে হবে)
তাছাড়া বেলজিয়ামে পড়াশোনার জন্য কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ও প্রসপেক্টাস চেয়ে আবেদন করলে তারা বিস্তারিত প্রসেসিং প্লান পাঠিয়ে দিবে। প্রাথমিক আবেদন সাধারনত ই মেইলেই করা যায়। তারপর তাদের নির্দেশনা মোতাবেক যাবতীয় শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্রসহ এপ্লিকেশন ফি কুরিয়ার করে পাঠাতে হবে।



ইউনিভার্সিটিতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
  • IELTS 6 থেকে 6.5 (ইংরেজি মাধ্যমের জন্য)
  • একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% মার্কস থাকা ভাল
  • এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ অ্যাপ্লাই করতে)
  • মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর জন্য)
আপনার অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হলে আপনাকে ভর্তির যোগ্যতাসমূহ পূরণ করে তাদেরকে টিউশন ফি পে করতে হবে। যোগ্যতা আপনার ইউনিভার্সিটি এর ওয়েবসাইট/প্রোগ্রাম কো – অরডিনেটর থেকে জেনে নিতে পারবেন। এখানে বলে রাখা ভাল যে, কিছু কিছু প্রোগ্রাম ও ইউনিভার্সিটিতে ভর্তির জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে পাশ করতে হয়।
টিউশন ফিঃ সাধারণ নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেলজিয়ামে প্রতি বছর টিউশন ফি ৪১৭৫ ইউরো। তবে কিছু বিষয়ে/ইউনিভার্সিটিতে এর চেয়ে বেশি হয়ে থাকে। বিস্তারিত সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল।
স্কলারশিপঃ এখানে খুঁজুনঃ http://www.vliruos.be/

 

ভিসা সংক্রান্ত তথ্য

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
  • কমপ্লিটেড এবং স্বাক্ষর করা ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম (বিস্তারিত এখানঃ https://dofi.ibz.be/en/themes/third-country-nationals/study/initial-authorisation-stay-application-visa-d-authorisation )
  • বৈধ পাসপোর্ট (কমপক্ষে ১ বছর এর বেশি মেয়াদ থাকতে হবে)
  • ইউনিভার্সিটি/কলেজ অফার লেটার (বিস্তারিত উল্লেখ সহ, সাবজেক্ট, ডিগ্রি, সময়কাল, টিউশন ফি ইত্যাদি)
  • আর্থিক সচ্ছলতার প্রমাণ (কমপক্ষে প্রতি মাসে ৮০৩ ইউরো নিজের ব্যাংক একাউন্টে রাখতে হবে, আপডেট – অক্টোবর ২০২৪, এটা বছরে বছরে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য এখানে যান https://dofi.ibz.be/en/themes/ressortissants-dun-pays-tiers/etudes/favoris/sufficient-means-subsistence )
  • ইনকাম/টাকার উৎসের প্রমাণ
  • মেডিকেল সার্টিফিকেট (মেডিকেল সার্টিফিকেট এর জন্য আপনাকে নিম্নোক্ত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে)
Dr. Lina Shahnaz Perveen Hoq
GREEN CRESCENTHEALTH SERVICES
House N°29, Sarwardi avenue
Baridhara Diplomatic Enclave
Dhaka – 1212
Tel: (+880) (2) 881 0486, 986 2384
Fax: (+880) (2) 882 9523
Email: gchsmed@bdcom.com
Web: www.greencrescent.net
Dr. M.A. Wahab
Road # 12, House # 3

Baridhara
Dhaka
Tel: (+880) (2) 985 5953, 882 1454, 882 7553
Fax: (+880) (2) 882 6669
Email: wahab@agini.com
  • IELTS সার্টিফিকেট
  • টিউশন ফি পেমেন্ট ডকুমেন্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (বয়স ২১ বছরের বেশি হলে)



সকল একাডেমিক ডকুমেন্টস শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় ও বেলজিয়ান এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্তয়িত করতে হবে। আপনার ভিসা অ্যাপ্লিকেশান এর জন্যে ভিএফএস ভারতে যেতে হবে। বিস্তারিত, বেলজিয়ান এমব্যাসি ভারতের ওয়েবসাইট দেখুন।
ঠিকানাঃ

Honorary Consulate Dhaka

Honorary Consulate of Belgium in DHAKA (BANGLADESH)

ACI Centre – 245 Tejgaon Industrial Area
1208 Dhaka
Bangladesh

ওয়েবসাইটঃ http://www.consubel.net/

+8802 88 786 03 (Ext. 280)
Belgium@consubel.net

ভিসা সংক্রান্ত তথ্যের জন্য এখানে যানঃ https://dofi.ibz.be/en/themes/third-country-nationals/study/initial-authorisation-stay-application-visa-d-authorisation




বাসস্থান ও পার্ট – টাইম জব সংক্রান্ত তথ্য

বেলজিয়ামে বিদেশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি আছে। কিন্তু সামার ভেকেশনে ফুল টাইম কাজ করার অনুমতি আছে। থাকা – খাওয়া বাবদ মাসে ৪০০ – ৬৫০ ইউরো লাগতে পারে।
স্থায়ী বসবাসঃ একটানা ৫ বছর থাকার পর পিআর/স্থায়িভাবে থাকার জন্য আবেদন করতে পারবেন, এছাড়া আরও কিছু শর্ত রয়েছে। বিস্তারিত নিচের লিঙ্কগুলোতে খুঁজুন।
বাসস্থানের জন্য নিচের ওয়েবসাইট এ যেতে পারেনঃ
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলোতে যেতে পারেনঃ
বেলজিয়ামে উচ্চশিক্ষার ওয়েব পোর্টালঃ http://www.studyinbelgium.be/en/
বেলজিয়ান এমব্যাসি নয়া দিল্লী এর ওয়েবসাইটঃ http://india.diplomatie.belgium.be/en
ভিসা সংক্রান্ত তথ্যের জন্য এখানে যানঃ https://dofi.ibz.be/en/themes/third-country-nationals/study/initial-authorisation-stay-application-visa-d-authorisation
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Upcoming Events