ধাপে ধাপে ডেনমার্কে উচ্চশিক্ষা
Last updated on June 3rd, 2020 at 08:03 pm
সংক্ষেপে দেশ পরিচিতিঃ
ডেনমার্ক ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ – সুখী দেশ। ইউরোপের যে ৪ টি নরডিক দেশ রয়েছে তাদের মধ্যে ডেনমার্ক অন্যতম। এর রাজধানী কোপেনহেগেন। এর চারপাশের দেশগুলি হচ্ছে সুইডেন, নরওয়ে ও জার্মানি। আয়তন ৪২৯২৫ বর্গ কিঃমিঃ ও লোকসংখ্যা ৫৭,০৭২৫১ । দেশটির অফিসিয়াল ভাষা ডেনিশ ও মুদ্রার নাম ডেনিশ ক্রুনা ।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ
ডেনমার্কের শিক্ষার মান খুবই উন্নত এবং ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভাল। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো রেঙ্কিং এ অনেক এগিয়ে।
ডেনমার্কের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছেঃ
- University of Copenhagen, website: http://www.ku.dk/english/
- Aarhus University, website: http://www.au.dk/en/
- Technical University of Denmark, website: http://www.dtu.dk/english
- Aalborg University, website: http://www.en.aau.dk/
- University of Southern Denmark, website: http://www.sdu.dk/en/
ইউনিভার্সিটিতে আবেদন (যোগ্যতা, সময় ও প্রক্রিয়া )
ইউনিভার্সিটি/কলেজ এ আবেদনের প্রক্রিয়াঃ
ডেনিশ কলেজে/ইউনিভার্সিটি তে আবেদনের জন্য আপনাকে প্রথমে http://www.optagelse.dk এই ওয়েবসাইট এ যেতে হবে, যেখানে আপনি বিভিন্ন ডেনিশ কলেজের/ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট পাবেন এবং সেখান থেকে আবেদন করবেন। আপনি নির্বাচিত হলে তারা আপনাকে একটি কন্ডিশনাল এডমিশন লেটার দিবে। কন্ডিশনাল লেটার পাওয়ার পর আপনাকে টিউশন ফি উক্ত প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠালেই কেবল ফাইনাল এডমিশন লেটার ইস্যু করবে, যেখানে ST1 ফরম ও সংযুক্ত থাকবে। ST1 ফরম এ আপনার ( স্টুডেন্ট ) ও কলেজ সম্পর্কে তথ্য থাকবে।
ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতাসমূহঃ
- IELTS 5.5 থেকে 6.5
- একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% মার্কস থাকা ভাল
- কমপক্ষে HSC কমপ্লিট ( USBSc তে অ্যাপ্লাই এর জন্য )
- কমপক্ষে ১ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Bachelor Degree তে অ্যাপ্লাই এর জন্য )
- কমপক্ষে ২ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( AP Degree তে অ্যাপ্লাই এর জন্য )
- কমপক্ষে ৩ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Top up Bachelor Degree তে অ্যাপ্লাই এর জন্য )
- কমপক্ষে ৩ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Pre master’s Degree তে অ্যাপ্লাই এর জন্য )
- কমপক্ষে ৪ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Master’s Degree তে অ্যাপ্লাই এর জন্য )
ইউনিভার্সিটিতে আবেদনের সময় যা যা লাগবেঃ
- পাসপোর্ট কপি ( ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগতে পারে )
- সকল একাডেমিক ট্রান্সক্রিপ্টস ও সার্টিফিকেটস
- IELTS সার্টিফিকেট
- মোটিভেশন লেটার
- CV
- রিকোমেন্ডেশন লেটার ( যদি চায় )
আবেদনের সময়সীমাঃ সাধারণত ইইউ এর বাইরের শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ১৫ জানুয়ারী পর্যন্ত। ক্লাশ শুরু সেপ্টেম্বর মাসে। তবে আবেদনের সময়সীমা কোর্স ও লেভেল ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই, আপনার পছন্দের পছন্দের কোর্স কো – অর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন।
টিউশন ফিঃ
ডেনিশ ইউনিভার্সিটি বা কলেজে টিউশন ফি সাধারণত ৬০০০ ইউরো থেকে ১৬০০০ ইউরো পর্যন্ত হয়। এইটা ইউনিভার্সিটি ও সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন রকম হয়।
বিঃদ্রঃ- টিউশন ফি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পছন্দের ইউনিভার্সিটি এর ওয়েবসাইট ভিজিট করুন।
স্কলারশিপঃ
এখানে চেক করুনঃ http://studyindenmark.dk/study-options/tuition-fees-scholarships
ভিসা সংক্রান্ত তথ্য
আপনি ভিসার জন্য ২ ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটি অনলাইন ও অন্যটি VFS গুলশান, ঢাকায় সরাসরি গিয়ে।
ST1 ( Student ) অনলাইন ভিসা অ্যাপ্লাই এখানে করুনঃ https://www.nyidanmark.dk/xform/formularer/st1.form.aspx
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- বৈধ পাসপোর্ট
- একাডেমিক ডকুমেন্টস
- IELTS সার্টিফিকেট
- টিউশন ফি পেমেন্ট ডকুমেন্ট
- ইউনিভার্সিটি/কলেজ এডমিশন লেটার
- পূরণকৃত ST1 ফরম
ডেনিশ ভিসা প্রসেস হতে ২ – ৩ মাস সময় লাগে। তাই একটু আগে থেকেই প্রসেসিং শুরু করবেন।
বিঃদ্রঃ ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য কোন ব্যাংক সল্ভেন্সি বা স্টেটমেন্ট এবং স্পন্সরশীপ এর কোন প্রয়োজন নেই।
হেলথ ইনসিওরেন্সঃ ডেনিশ হেলথ ইনসিওরেন্স দিয়ে আপনি হাসপাতালে বা পার্সোনাল ডাক্তার দিয়ে যে কোন চিকিৎসা করাতে পারবেন ( দন্ত চিকিৎসা ছাড়া )। ইউরোপের প্রায় সকল দেশেই এই নিয়মটি আছে।
VFS Dhaka (Denmark Section):
বাসস্থান ও পার্ট – টাইম জব সংক্রান্ত তথ্য
বাসস্থানঃ ডেনিশ ইউনিভার্সিটি গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য হোস্টেল এ সিটের ব্যাবস্থা করে থাকেন। যদি না পান তাহলে আপনাকে প্রাইভেট ভাবে ( বাসা ) খুজতে হবে। সবচেয়ে কম খরচে থাকা যায় Kollegium তে। আমি প্রতি মাসের ভাড়া সম্পর্কে মোটামোটি একটা ধারনা দিচ্ছিঃ
হোস্টেল ভাড়া (Kollegium): ২৪০ – ৪০০ ইউরো
ফ্যামিলি বাসা ভাড়াঃ ২০০ – ৫০০ ইউরো
ফ্লাট শেয়ারঃ ফ্লাট ও সদস্য সংখ্যা এর উপর নির্ভর করে
ফ্যামিলি বাসা ভাড়াঃ ২০০ – ৫০০ ইউরো
ফ্লাট শেয়ারঃ ফ্লাট ও সদস্য সংখ্যা এর উপর নির্ভর করে
বাসস্থান খুঁজার কিছু লিঙ্ক নিচে দেওয়া হলঃ
পার্ট – টাইম জবঃ সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পাবেন। এছাড়া সামারের ছুটিতে ( জুন, জুলাই, আগস্ট ) ফুল টাইম করতে পারবেন।
বিঃদ্রঃ - ডেনমার্কে টিউশন ফি অনেক বেশি। তাই এটা বলা মুশকিল যে আপনি পার্ট - টাইম জব করে লিভিং কোস্ট ও টিউশন ফি মেনেজ করতে পারবেন।
স্পাউসঃ আপনি চাইলে আপনার স্ত্রী অথবা স্বামীর জন্য ও অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য আপনাকে নিজের অনলাইন ব্যাংক একাউন্টে ৭১২৯২ ডেনিশ ক্রুনা রাখতে হবে। বিস্তারিতঃ tinyurl.com/yxfypkow
স্থায়ি বসবাস ও Establishment Card সংক্রান্ত তথ্যঃ
স্থায়ি বসবাসঃ আপনাকে একটানা ৮ বছর থাকতে হবে এবং সর্বশেষ ৪ বছরের মধ্যে ৩.৫ বছর ফুল টাইম জব করার পর আপনি স্থায়ি বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
Establishment Card: ডেনিশ মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পর আপনি Establishment Card পেতে পারেন। আপনি ২ বছর ফুল টাইম জব বা নিজে ব্যাবসা করতে পারবেন এই কার্ড এর মাধ্যমে।
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলোতে যানঃ
ডেনিশ এমব্যাসি ঢাকা এর ওয়েবসাইটঃ http://bangladesh.um.dk/
সবার জন্য শুভ কামনা রইল।
লেখকঃ শাহ্ মুবাশ্বির আলী ও মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022