অন্যান্য প্রস্তুতিউচ্চশিক্ষাকেনাকাটা/শপিং

শপিং (কি কিনবো, কোথায় কিনবো)!

Last updated on December 9th, 2023 at 05:11 pm

ভিসা পাবার পর সবচেয়ে বড় কাজ হল শপিং। খুব ভেবেচিন্তে শপিং করা উচিত। এখানে আমি চেষ্টা করবো একটি পুর্নাঙ্গ শপিং এর তালিকা দেওয়ার। আমি শুধুমাত্র একটি এস্টিমেট দিলাম। কম-বেশি করে নিতে পারেন। কারও সংযোজন বা বিয়োজনের কোন পরামর্শ থাকলে মন্তব্যে লিখতে পারেন। যুক্ত করে দিবো। তাহলে চলুন, এক নজরে দেখে নেই কি কিনতে হবে!

১। জিনস প্যান্ট – কমপক্ষে ৪টি (একটু মোটা দেখে কিনবেন)। ২/১টা পাতলা জীনস।

২। গ্যাবার্ডিন ও ফরমাল প্যান্ট – উভয় প্রকারের ১টা করে।

৩। ট্রাউজার/থ্রি কোয়ার্টার/লুঙ্গি – মোট ৬/৭টা।

৪। টি শার্ট/পোলো শার্ট – যত বেশী সম্ভব। ১০/১২ বা তার ও বেশী।

৫। ফরমাল শার্ট – ২টা ফরমাল শার্ট যথেষ্ট।

৬। ইউরোপের সবদেশেই কম বেশী তুষার পড়ে। তাই একজোড়া ভারী বুট নিয়ে আসবেন। এখানে এসেও কিনতে পারেন। দামের খুব একটা তফাৎ হবেনা।

৭। খেলা ধুলা, জগিং ইত্যাদির জন্য একজোড়া কেডস।

৮। চামড়ার স্যান্ডাল – ঈদ, বিভিন্ন পুনর্মিলনীতে পরার জন্য একজোড়া চামড়ার স্যান্ডাল সাথে রাখতে পারেন। আর ঘরের ভিতর পরার জন্য একজোড়া চপ্পল নিবেন।

৯। বেল্ট – ২/৩ টা।

১০। ওয়ালেট- ২টা।

১১। ভার্সিটিতে আসা যাওয়ার জন্য একটা ভালো স্কুল ব্যাগ। যে সমস্ত ব্যাগগুলো চেইন টেনে ছোটবড় করা যায় এরকম দেখে নিবেন। বায়তুল মোকাররম একটা ভালো অপশন।

১২। কলম, পেনসিল, স্ট্যাপলার, ছোট কাচি, পান্চিং মেশিন, জেমস ক্লিপ ইত্যাদি। (অবশ্যই মেইন লাগেজে রাখবেন।)

১৩। শেভিং কিটস, টুথব্রাশ, টুথপেষ্ট। (অবশ্যই মেইন লাগেজে রাখবেন।)

১৪। সায়েন্টফিক ক্যালকুলেটর (ভালো দেখে কিনবেন)। এখানে অনেক দাম।

১৫। নেইল কাটার, সুই সূতা, বোতাম ইত্যাদি। (অবশ্যই মেইন লাগেজে রাখবেন।)

১৬। বিছানার চাদর, বালিশের কভার। (২ সেট)

১৭। ২/১ টা অতি গুরুত্বপূর্ণ বই সাথে নিতে পারেন। না নিলেও সমস্যা নেই। এখানে ক্লাসের আগেই আপনি লেকচার ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। লাইব্রেরীগুলোও অনেক সমৃদ্ধ।

১৮। আপনার নিজস্ব ধর্মীয় গ্রন্থাবলী ও ধর্ম পালনের জন্য যা কিছু দরকার।

১৯। ভারী জ্যাকেট ১টা।

২০। সামারে পরার জন্য সামার জ্যাকেট – ২/৩ টা। ( যেগুলো আমরা সচরাচর দেশে পরে থাকি, হুডি, ফুলহাতা মোটা টি শার্ট ইত্যাদি। )

২১। সোয়েটার – ১টা ফুল ও ১টা হাফ সোয়েটার নিতে পারেন।

২২। স্যুট/ব্লেজার – ১টা নিতে পারেন (ঐচ্ছিক)

২৩। হাতমোজা – ৪/৫ জোড়া।

২৪। উইন্ডব্রেকার – যখন তাপমাত্রা সহনীয় কিন্তু প্রবল বাতাসে পরার জন্য।

২৫। মোজা – ৮-১২ জোড়া নিবেন। দিনের বেশীরভাগ সময় আপনাকে জুতা পরিহিত অবস্থায় থাকতে হবে তাই যত বেশী সাথে আনতে পারেন।

২৬। প্রবল শীতের প্যান্টের ভিতরে পরার জন্য ইনার – ৩/৪ টা।

২৭। স্যান্ডো গেন্জি ও আন্ডারওয়্যার – ৫/৬টা নিয়ে আসবেন।

২৮। তোয়ালে/গামছা – ২টা।

২৯। কানটুপি অবশ্যই আনবেন। (মাংকিটুপি না আনাই ভালো)

৩০। পানজাবী-পাজামা – ১সেট (ঐচ্ছিক)।

৩১। মসলা – যতবেশী সম্ভব সাথে করে নিয়ে আসবেন। এখানে মসলার দাম অনেক বেশী। এমনও হতে পারে আপনি যেখানে আসছেন সেখানে কোন বাংলাদেশী/ভারতীয় দোকান নেই, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আজকাল সব ধরনের মসলাই প্যাকেটে পাওয়া যায়, যেমন মুরগী মসলা, বীফ মসলা, মাছের মসলা, বিরিয়ানী মসলা। মুরগী মসলা/গরম মসলা সবথেকে বেশী আনবেন। এরপর মাছের মসলা, বীফ মসলা।

৩২। আপনার সমস্ত ধরনের সার্টিফিকেট মূলকপি ও একসেট ফটোকপি রাখবেন। এগুলো স্ক্যান করে একটা সিডিও করে রাখবেন।

৩৩। ২০/৩০ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ১০/১৫ কপি স্ট্যাম্প সাইজ ছবি সাথে নিবেন।

৩৪। আপনি দেশে চাকুরীরত থাকলে জব রিলিজ অর্ডার সাথে রাখবেন।

৩৫। কিছু ঔষধ যেমন, প্যারাসিটামল, এন্টাসিড, ফ্লাজিল ইত্যাদি সাথে রাখবেন।

৩৬। আপনি যদি চশমা ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে ২টা অতিরিক্ত চশমা সাথে নিয়ে নিবেন।

৩৭। লাগেজ ব্যাগ কেনার ব্যাপারে সতর্ক থাকবেন। একটু বেশী দাম দিয়ে হলেও ভালো দেখে কিনবেন। লাগেজের ব্যাপারে ট্রলি একটা ভালো অপশন হতে পারে। নিচে চাকা ও উপরে লম্বা হাতল থাকার কারনে এগুলো টানা সহজ। ট্রলি চেন টেনে ছোট বড় করা যায় এরকম দেখে কিনবেন। ট্রলি যেন অবশ্যই শক্ত ও মজবুত হয় এরকম দেখে কিনবেন। নাহলে যদি এয়ারপোর্টে কোনরূপ সমস্যা দেখা দিতে পারে। কাপড়ের ব্যাগ এভয়েড করার চেষ্টা করবেন।

৩৮। নিজ দেশের কিছু কারেন্সী নোট সাথে রাখবেন। কিছু ছোট স্যুভানির রাখতে পারেন ঐ দেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্য। আপনার প্রফেসরের জন্যও কোন উপহার সাথে নিতে পারেন।

৩৯। পাৎলা সোয়েটার নেবেন ৩/৪টা এগুলো পরতে পরতে পরলে হিটটা ভাল ভাবে থাকে। ওখানে গিয়ে অবশ্যই ওভার কোট কিনবেন।

৪০। নারীরা মোজা নেবেন অ্যাঙ্কল আর নি হাই, আর নেবেন টাইটস। যদি সম্ভব হয় ওখানে গিয়ে ভেড়ার লোম দিয়ে বোনা মোজা কিনে নেবেন। এগুলা খুব গরম হয়।

৪১। প্রথমেই গিয়ে দোকান পাটের হদিস নিশ্চয়ই পাবেন না। তাই ৭/৮ প্যাক নুডুলস নিন।

৪২। যত বেশী সম্ভব অন্তর্বাস নিন। ওখানে ভীষণ দাম এসবের।

৪৩। হাটু পর্যন্ত লম্বা উইন্টার জ্যাকেট আনার দরকার নেই। আমার পরামর্শ থাকবে এইখানে এসে কেনার। দেশ থেকে কিনতে চাইলে স্মার্ট দেখে কিনবেন।

৪৪। প্যান্টের ভিতরে পরার জন্য থার্মাল ভালো (প্রচলিত ভাষায় ইনার কিনবেন অবশ্যই)।

তাহলে মনের আনন্দে শপিং শুরু করুন। আজকের মত এতটুকুই। সবার শপিং ও ভ্রমন আনন্দময় ও নিরাপদ হোক। এই কামনা রইলো।

ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Upcoming Events