ইউরোপের কোন দেশে কেমন টিউশন ফি!
Last updated on February 4th, 2023 at 01:37 am
ইউরোপে যারা উচ্চশিক্ষায় আসতে ইচ্ছুক তাদের অনেকেই কোন দেশে কত “টিউশন ফি” তা নিয়ে জানতে চায় আমাদের ফেসবুক ফোরামে । যদিও একটু গুগল করলেই এসব তথ্য সহজেই পাওয়া যায়, তবে সব দেশের তথ্য তো আর এক তালিকায় পাওয়া যায় না। ইউরোপের বিভিন্ন দেশের প্রতি সেমিস্টার/বছর এর টিউশন ফিস সম্পর্কে একটি ধারণা পাবেন এই তালিকা থেকে । উল্লিখিত তথ্য জুলাই ১১, ২০১৯ এ নেওয়া। সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখুন।
বিঃদ্রঃ – টিউশন ফি’র পরিমাণ ভার্সিটিভেদে ভিন্ন হতে পারে। সকল টিউশন ফি ইউরো তে আছে, ইউকে (ডলার)।
বিশেষ নোটঃ নরওয়েতে ২০২৩ সাল থেকে টিউশন ফি যুক্ত করেছে।
এক নজরে ইউরোপের বিভিন্ন দেশের টিউশন ফি
সর্বশেষ আপডেটঃ জুলাই ১১, ২০১৯
বিঃদ্রঃ - এখানে উল্লিখিত টিউশন ফি প্রতি সেমিস্টার হিসেবে দেওয়া হয়েছে। কিছু আছে প্রতি বছরে। (*) স্টার মার্কের দেশগুলোর ক্ষেত্রে উল্লিখিত টিউশন ফি উন্নয়নশীল/অনুন্নত দেশগুলোর জন্য প্রযোজ্য। জার্মানিতে কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি লাগে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
তথ্য সংগ্রহ ও লেখকঃ মেহেদী হাসান
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022
Fee gula ki bdt naki euro
Most of are in Euro except UK (Dollar).