অস্ট্রিয়াগ্রিসজার্মানিনরওয়েফ্রান্স

বিনা টিউশন ফি বা নাম-মাত্র টিউশন ফি তে ইউরোপে উচ্চশিক্ষা

Last updated on March 15th, 2025 at 04:12 pm

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। বিশেষ করে ইউরোপের দিকেই বেশি ঝোঁক। অনেকেই আর্থিক সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বাস্তবায়ন করতে পারছেন না। কিন্তু ইউরোপের এমন কিছু দেশ আছে যেখানে বিনা টিউশন ফি বা নাম-মাত্র টিউশন ফি তে পড়াশোনা করা যায়। সেসব দেশগুলো নিয়েই আজকের লেখা।



জার্মানি

জার্মানিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১২ শতাংশ হচ্ছে বিদেশি শিক্ষার্থী। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ দেশটিতে প্রায় ৯০% সরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হয় না যা স্থানীয়দের পাশাপাশি বিদেশিদের জন্যও প্রযোজ্য। তবে শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাবদ ১০০-৩৫০ ইউরো দিতে হয়। তবে জার্মানিতে মাস্টার্স পর্যায়ে কিছু প্রোগ্রামে পড়াশোনার জন্য টিউশন ফি লাগে, যেমনঃ এমবিএ। জার্মানিতেও বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বছরে ১৪০ পূর্ণ দিবস বা ২৮০ অর্ধ দিবস কাজ করতে পারে। তবে সম্প্রতি কিছু রাজ্যে টিউশন ফি যুক্ত করেছে।
জার্মানিতে উচ্চশিক্ষার বিস্তারিত জানতে এখানে যান।

অস্ট্রিয়া

ইউরোপের আরেকটি দেশ অস্ট্রিয়াতেও শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে বা স্বল্প খরচে উচ্চশিক্ষা নিতে পারে। মূলত অনুন্নত দেশের শিক্ষার্থীরাই দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়ার সুযোগ পেতে পারে। তবে অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে পড়ার জন্য প্রতি সেমিস্টারে প্রায় তিনশত থেকে সাড়ে আটশত ইউরোর মতো খরচ পড়বে। সেই সঙ্গে স্টুডেন্ট ইউনিয়ন মেম্বারশিপ ফি বাবদ প্রতি সেমিস্টারে প্রায় ২৪.৭০ ইউরো লাগবে।
অস্ট্রিয়াতে উচ্চশিক্ষার বিস্তারিত জানতে এখানে যান।

লুক্সেমবার্গ

ইউরোপের আরেকটি ধনী দেশ লুক্সেমবার্গে  শিক্ষার্থীরা স্বল্প খরচে উচ্চশিক্ষা নিতে পারে। টিউশন ফিস প্রতি সেমিস্টারে ৪০০ ইউরোর মতো। তবে বেশিরভাগ পড়াশোনার মাধ্যম বিশেষ করে ব্যাচেলর্স প্রোগ্রামে জার্মান ও ফ্রেঞ্চ। কিছু আছে ইংরেজি মাধ্যম। 
লুক্সেমবার্গে উচ্চশিক্ষার বিস্তারিত জানতে এখানে যান।

ফ্রান্স

ফ্রান্সের নাম শুনে অনেকেই বিস্মিত হচ্ছেন, হ্যাঁ ফ্রান্সেও বিনা টিউশন ফিতে বা অল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তবে ব্যাচেলর প্রোগ্রামের বেশিরভাগই ফরাসি ভাষায় পাঠদান দেওয়া হয়। তাই যারা ফরাসি ভাষা জানেন কেবল তারাই টিউশন ফি ছাড়া দেশটিতে উচ্চশিক্ষা নিতে পারেন। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু খরচ রয়েছে যা বছরে ২০০ ইউরোর চেয়ে কম। সুতরাং ফ্রান্সে পড়াশোনা করতে চাইলে ফরাসি ভাষার কোর্স করে নিতে হবে। চাইলে সেখানে গিয়েও ফি দিয়ে ভাষা কোর্স করে পড়াশোনা শুরু করা যেতে পারে। উল্লেখ্য, ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ইংরজিতেও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এক্ষেত্রে টিউশন ফি লাগবে।
ফ্রান্সে উচ্চশিক্ষার বিস্তারিত জানতে এখানে যান।

গ্রিস

গ্রিসে সরকারী ইউনিভার্সিটিতে বিনা টিউশন ফিতে বা অল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, তবে সেটা ব্যাচেলর লেভেলে, মাস্টার্সে নয়। তবে ব্যাচেলর প্রোগ্রামের বেশিরভাগই গ্রীক ভাষায় পাঠদান দেওয়া হয়। উল্লেখ্য, ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ইংরজিতেও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বলে রাখা ভালো, টিউশন ফি প্রোগ্রাম ও ইউনিভার্সিটির উপর নির্ভর করে, কিছু ইউনিভার্সিটি টিউশন ফি নিতেও পারে। তাই বিস্তারিত ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
গ্রিসে উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত দেখুনঃ এখানে যান।

চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রের নাম হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন, হ্যাঁ এখানেও অল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ইংরেজিতে যথেষ্ট বিষয় রয়েছে প্রায় সব লেভেলেই। শুধুমাত্র ‘চেক ইউনিভার্সিটি অব লাইফ সাইন্স’ এ আপনি কম খরচে পড়ার সুযোগ নিতে পারেন। এখানে বছরে ৬০০ ইউরো থেকে ১৫০০ ইউরোর মধ্যে বেশকিছু কোর্স অফার করে। তাছাড়া চেক ভাষায় টিউশন ফি ছাড়া দেশটিতে উচ্চশিক্ষা নিতে পারেন।
চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষার বিস্তারিত জানতে এখানে যান।

ইতালি

হয়তো কেউ কেউ ভাবছেন ইতালিতেও কম টাকায় পড়া সম্ভব! হ্যাঁ, সম্ভব। এমনকি ইতালিতে খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়। এছাড়া টিউশন ফিস বছরে ১০০০ – ৩০০০ ইউরো এর মধ্যে হয়ে থাকে। 
ইতালিতে উচ্চশিক্ষা সম্পর্কে জানতে এখানে যান। 



বিঃদ্রঃ যদি কোথাও কোন পরিবর্তন বা সংশোধন এর প্রয়োজন হয় তাহলে উক্ত তথ্যটি সূত্রসহ এই ডকুমেন্ট এর নিচে মন্তব্য সেকশনে উল্লেখ করার অনুরোধ রইল। 
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Upcoming Events