উচ্চশিক্ষাস্কলারশিপ

এক নজরে সকল স্কলারশিপ

Last updated on June 3rd, 2020 at 08:03 pm



এক নজরে সকল স্কলারশিপ এর নাম, ওয়েব সাইট এবং দরখাস্ত করার সময়-
জাপান
ধরণঃ মনবুকাগাকুশো- ইউনিভার্সিটি রেকোমেন্ডাশন
দরখাস্তের সময়ঃ প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারী। এই স্কলারশিপের জন্য জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কে লিখতে হবে। গুগলে জাপানিজ ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে অনেক ইউনিভার্সিটি এর লিস্ট চলে আসবে, সেখানে ওয়েব সাইটে প্রবেশ করে প্রফেসরদের ই-মেইল এ লিখতে হবে। (https://en.wikipedia.org/wiki/List_of_universities_in_Japan)
ধরণঃ মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেসন
দরখাস্তের সময়ঃ প্রতি বছর মার্চ -মে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশে অবস্থিত জাপানে এম্বাসি এর মাধ্যমে দরখাস্ত করতে হয়। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয়। (http://www.moedu.gov.bd/)
দক্ষিণ কোরিয়া
ধরণঃ কোরিয়ান গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয়। (http://www.moedu.gov.bd/)
চীন
ধরণঃ চাইনিজ গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর।(http://www.csc.edu.cn/studyinchina/scholarshiplisten.aspx…).
ধরণঃ The World Academy of Sciences
দরখাস্তের সময়ঃ প্রতি বছর আগস্ট (http://twas.org/)
ইঊ কে
ধরণঃ কমনওয়েলথ স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয় ( http://www.moedu.gov.bd/). University Grant Commission(UGC) এই স্কলারশিপের সিলেকশন দেয়।
জার্মানি
ধরণঃ DAAD স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয় ( http://www.moedu.gov.bd/)। বাংলাদেশে স্কলার এবং জার্মান এম্বাসি এর স্টাফদের নিয়ে একটা সিলেকশন কিমিটি গঠিত হয়, তাঁরাই ইন্টার্ভিউ নিয়ে সিলেকশন দেয়। তার আগে অবশ্যই জার্মানের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া এখানেও দেখতে পারেনঃ https://goo.gl/YLXSwu
ধরণঃ KAAD স্কলারশিপ
বেলজিয়াম
ধরণঃ VLIR-OUS স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী। মেয়েদের ক্ষেত্রে এই স্কলারশিপ অগ্রাধিকার দেওয়া হয়। (http://www.vliruos.be/)
নেদারল্যান্ডস
ধরণঃ NFP স্কলারশিপ, Nuffic স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী। এই স্ক্লারশিপের জন্য আগে ভর্তি হতে হবে অনলাইনে । (https://www.epnuffic.nl/en/)
ফ্রান্সঃ
বিস্তারিত লিঙ্কে দেখুনঃ http://formation.sciences-po.fr/en/contenu/the-emile-boutmy-scholarship
অস্ট্রিয়া



ইউরোপিয়ান কান্ট্রি
ধরণঃ ERASMUS MUNDUS স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী ( সময় ভিন্ন হতে পারে, অফিসিয়াল ওয়েবসাইট দেখুন)।
সুইডেন
ধরণঃ Swidish Institute Study Scholarship
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।(https://studyinsweden.se/scholarship/)
নরওয়ে
ফিনল্যান্ড
তুরস্ক
ধরণঃ Turkiye Burslari Scholarship
অস্ট্রেলিয়া
ধরণঃ IPRS দরখাস্তের সময়ঃ প্রতি বছর দুইবার – জুন-জুলাই এবং আগস্ট-সেপ্টেম্বর । প্রতি টা বিশ্ববিদ্যালয়ের জন্য IPRS আলাদা আলাদা। প্রতি টা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।
Endevour
দরখাস্তের সময়ঃ দরখাস্তের সময়- প্রতি বছর এপ্রিল থেকে জুন । (https://internationaleducation.gov.au/…/…/Pages/default.aspx)
কানাডা
প্রতি টি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু স্কলারশিপ আছে। বিশ্ববিদ্যালয় এর
ওয়েব সাইটে গিয়ে দরখাস্ত এর নিয়ম জেনে দরখাস্ত করতে হবে। সময় ও দেওয়া আছে।



USA
ধরণঃ Fulbright scholarship
দরখাস্তের সময়ঃ প্রতি বছর মে-অক্টোবর।( http://www.cies.org/)
ইতালি
ডেনমার্ক

ধরণঃ ডেনিশ সরকার স্কলারশিপ

http://studyindenmark.dk/study-options/tuition-fees-scholarships

আয়ারল্যান্ড
ধরণঃ আয়ারল্যান্ড সরকার পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ
চেক প্রজাতন্ত্র
ধরণঃ সরকারী স্কলারশিপ – উন্নয়নশীল দেশের জন্য
EIT ডিজিটাল আইসিটি স্কুল – ( ২ দেশে ২ বছর )
KIC InnoEnergy Scholarship – ( ৩ দেশে ৩ সেমিস্টার )



এছাড়াও স্কলারশিপ সম্পর্কে লেটেস্ট আপডেট জানতে নিচের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেনঃ
যদি কোন গুরুত্বপূর্ণ স্কলারশিপের লিঙ্ক/নাম বাদ পড়ে থাকে, তাহলে নিচে মন্তব্য সেকশনে লিঙ্কসহ উল্লেখ করার অনুরোধ রইল।
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

2 thoughts on “এক নজরে সকল স্কলারশিপ

  • অনেক ভালো পোষ্ট ধন্যবাদ শেয়ার করার জন্য ।

     
    Reply
    • আপনাকেও ধন্যবাদ। সাথেই থাকুন।

       
      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =

Upcoming Events