আমাদের সম্পর্কে

কি, কখন ও কিভাবে শুরু?

বিএসসিই (বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি ইন ইউরোপ) ইউরোপে বাংলাদেশীদের জন্য একটি অলাভজনক, অরাজনৈতিক ও দালাল মুক্ত সেচ্ছাসেবী সংগঠন।

আমাদের দেশের অনেকেই আছেন যারা ইউরোপে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার এর জন্য আসতে চায়। স্বপ্ন থাকে ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার। কিন্তু সঠিক দিক – নির্দেশনা ও তথ্য না জানার কারণে অনেকের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেকেই বিভিন্ন এজেন্সির (দালাল) শরণাপন্ন হয়, বিভিন্ন হয়রানীর শিকার হয়। অনেক ক্ষেত্রে জীবন খুব সংকটে পড়ে। শুধুমাত্র সঠিক দিক – নির্দেশনা ও তথ্য না জানার কারণে এরকম ভয়াবহ অবস্থায় পড়তে হয়। তাই উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের জন্যে আসতে ইচ্ছুকদের বিনামূল্যে সঠিক তথ্য ও দিক – নির্দেশনা দিয়ে সহায়তা করার প্রত্যয়ে  ৯ মে, ২০১৬ ইং  তারিখে মেহেদী হাসান এর হাত ধরে শুরু হয় বিএসসিই’র যাত্রা। 

(বিঃদ্রঃ- যদিও ফেসবুক পেইজ খোলা হয় এপ্রিল ২৫, ২০১৬ ইং তারিখে তবে অফিসিয়াল যাত্রা শুরু মে ৯, ২০১৬ ইং)

প্রতিষ্ঠাকালঃ ৯ মে ২০১৬ ইং

আমরা কারা ?

বিএসসিই (বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি ইন ইউরোপ) ইউরোপে বাংলাদেশীদের জন্য একটি অলাভজনক, অরাজনৈতিক ও দালাল মুক্ত সেচ্ছাসেবী সংগঠন।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

বাংলাদেশী শিক্ষার্থী যারা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার এর জন্য আসতে চাচ্ছে বা চায় তাদেরকে বিনামূল্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কিত সব ধরণের তথ্য ও সঠিক দিক নির্দেশনা দিয়ে সহায়তা করা এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশী বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

বিএসসিই একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। বিএসসিই এর ব্যানারে অথবা বিএসসিই গ্রুপের কেউ যদি অর্থের বিনিময়ে সহায়তা করতে চায় তাহলে সাথে সাথে বিএসসিই গ্রুপ অ্যাডমিনদের জানান। আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। 

আমরা মনে করি, আমরা, আপনি এবং আপনারা মিলেই আমাদের বিএসসিই পরিবার। তারপরেও কিছু মানুষ আছেন যারা সর্বদা বিএসসিই’র দেখাশোনা করছেন। নিচে তাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল। 


বিএসসিই পরিচালনা পর্ষদ

মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা

বিএসসিই ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অনলাইন ইভেন্ট, বিএসসিই ম্যগাজিন সহ বিএসসিই এর সার্বিক বিষয় পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন। 

FacebookInstagramPersonal Website
আল কাফি খান
ঊর্ধ্বতন সদস্য (অস্থায়ী)

বিএসসিই ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অনলাইন ইভেন্ট, বিএসসিই ম্যগাজিন সহ বিএসসিই এর সার্বিক বিষয় পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন। 

FacebookInstagram

সাবেক পরিচালনা পর্ষদ সদস্যঃ 

ক্রমিক নংনামপদবীসময়কাল
শাহ্‌ মোবাশ্বির আলীসদস্যজুন ২০১৬ ইং – জুন ২০১৭ ইং

এক নজরে বিএসসিই

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত মূল ফেসবুক ফোরামঃ www.facebook.com/groups/bsce.group

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত ফেসবুক পেইজঃ www.facebook.com/official.bsce

লিঙ্কডইনঃ https://www.linkedin.com/company/81693317

ওয়েবসাইটঃ www.BangladeshiStudentsCommunity.eu

ইমেইলঃ info@bangladeshistudentscommunity.eu

ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত তথ্য এবং সহায়তা পেতে আমাদের গ্রুপ ও পেইজে যুক্ত থাকুন।

Upcoming Events